রাজ্যের খবর

কালভার্টের নীচ থেকে যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Body recover in Dhupguri

The Truth of Bengal: অষ্টমীর দিন সকালেই স্থানীয় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত যুবকের নাম বিশ্বনাথ রায়, বয়স ৩০।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর রাত থেকেই নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। তাঁকে প্রায় রাতভর খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকেরা। অষ্টমীর সকালে দেখা যায়, স্থানীয় একটি কালভার্টের নীচে তার দেহ পড়ে রয়েছে। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধারের সময়ই জানা যায়, দেহটি বিশ্বনাথের।

পুলিশ সূত্রের খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপান করার ফলেই, ওই যুবক, পড়ে গিয়ে মারা গিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আরও ভালো করে জানা যাবে মৃত্যু আসল কারণ। তবে খুনের কোনও ইঙ্গিত পাওয়া গেলে, অবশ্যই হত্যার মামলা রুজু করা হবে।

Related Articles