রাজ্যের খবর
পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে তলিয়ে গেল এক শিশুসহ ৬ জন
On the way back from a picnic, 6 people including a child drowned in the middle of the river

The Truth of Bengal: নৌকায় করে পশ্চিম মেদিনীপুরের দুধকুমড়া ঘাটের ত্রিবেনী পার্কে পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকা উল্টে নিখোঁজ এক শিশুসহ ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানে রূপনারায়ন নদীতে। জানা গেছে ,এদিন হাওড়ার শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য বাগনানের বাকসিতে আসে।
সেখানে তাদের সঙ্গে যোগ দেয় তাদের আত্মীয়রা। পরে একটি নৌকা করে তারা নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেনী পার্কে পিকনিক করতে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন পিকনিকের শেষে নৌকায় চেপে ১৯ জন বকসী তে ফিরছিল। মাঝ নদীতে আচমকা নৌকাটি উল্টে যায়।
তৎক্ষণাৎ অন্য একটি নৌকার মাঝি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও ৬ জন তলিয়ে যায়।নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবেলার দল। ঘটনাস্থলে রয়েছে বাগনান থানার পুলিশ।