রাজ্যের খবর

মাত্র ৫ টাকায় পুষ্টিকর খাবার, পুরুলিয়ায় চালু হলো নতুন মা কিচেন

Nutritious food for just 5 taka, new Maa Kitchen launched in Purulia

Truth of Bengal: নয়ন কুইরী,পুরুলিয়া: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ও দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের মাহেন্দ্রক্ষণে পশ্চিমবঙ্গ সরকারের ‘মা কিচেন’ প্রকল্পের আওতায় পুরুলিয়ায় চালু হলো একটি নতুন মা কিচেন।পুরুলিয়া রেল স্টেশনের নিকটবর্তী ডাকবাংলো এলাকায় এই কিচেনটির উদ্বোধন করেন পুরুলিয়া পৌরসভার প্রধান নবেন্দু মাহালী। উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলররাও।

নবেন্দু মাহালী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পৌরসভার উদ্যোগে এই প্রকল্প শুরু করা হয়েছে। এই কিচেন থেকে মূলত দিনমজুর, অসহায় ও দরিদ্র মানুষরা মাত্র ৫ টাকায় দুপুরের পুষ্টিকর নিরামিষ খাবার পাবেন।

উদ্বোধনের দিন উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। বর্তমানে সদর হাসপাতালে যে মা কিচেনটি চালু রয়েছে, সেখানে প্রতিদিন ৪০০ জনের খাবার দেওয়া হয়। নতুন কিচেনটি যুক্ত হওয়ায় সুবিধা আরও বাড়বে। আগামী দিনে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আরও একটি মা কিচেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এই উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য এক বড় উপহার বলেই মনে করছেন অনেকেই।

 

Related Articles