এবার পর্যটন মানচিত্রে স্থান পেল ‘মাহেশ’
Now 'Mahesh' has found a place on the tourism map

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায় হুগলি: অক্ষয় তৃতীয়ার দিন সৈকত শহর দিঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রভু জগন্নাথদেবের অনিন্দ্য মন্দিরে শুভ উদ্বোধন হয়েছে। এই ভগবানের দেবালয়ের প্রভু জগন্নাথ দেবের উদ্বোধনী অনুষ্ঠানের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দীঘার বাবা জগন্নাথের প্রসাদ সামগ্রী প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছে হবে।

সেই মতো শুক্রবার সন্ধ্যায় দিঘার জগন্নাথ দেবের প্রসাদ এসে পৌঁছল, শ্রীরামপুর মাহেশের ৬২৯ বছরের প্রাচীন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথদেবের মন্দিরে। মুখ্যমন্ত্রীর পাঠানো এই প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করলেন মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী, প্রসাদ গ্রহণ করে পিয়াল বাবু জানান আমি আজকে আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথের দেবের প্রসাদ পৌঁছোনয় আমরা অভিভূত এবং আপ্লুত।

আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দীঘার সঙ্গে সঙ্গে জগন্নাথদেবের মন্দির সংস্কারে তিনি যেভাবে এগিয়ে এসে মাহেশকে পর্যটন মানচিত্রে স্থান দেওয়ায় হাজার হাজার মাহেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।