
The Truth Of Bengal : কেউ কলেজ , বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কেউ শিক্ষিকা আবার কেউ গৃহবধু । সকলের সম্মিলিত প্রয়াসে বোনেদের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটা অনুষ্ঠিত হলো মালদায়। রাজ্যের এই ধরনের কর্মসূচি প্রথম মালদায় শুরু হয়েছিল। যা ধীরে ধীরে এখন চার বছরে পদার্পণ করলো।
সোমবার ইংরেজবাজার শহরের নজরুল স্মরণী এলাকার মালদার উঠোন নামক একটি উদ্যানে বোন ফোঁটার কর্মসূচি সাড়ম্বরে পালিত হয় । যেখানে শুধুমাত্র মহিলারাই এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। বোনদের মঙ্গল কামনায় একে অপরকে ফোঁটা দিয়ে এই কর্মসূচি পালন করেন।
এদিন ৩০ জনেরও বেশি কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে সরকারি কর্মচারী মহিলা এবং গৃহবধূরা এই বোন ফোঁটায় অংশ নিয়েছিলেন। ফুল, ধান, দূর্বা মাথায় ছিটিয়ে উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে এই বোন ফোঁটার উৎসব পালিত হয়। তবে এই বোন ফোঁটার মাধ্যমেই মিষ্টিমুখ করার পাশাপাশি একে অপরকে ক্ষুদ্র উপহার দিয়েও সম্মান জানান।
FREE ACCESS