রাজ্যের খবর

হদিস নেই পড়ুয়াদের ট্যাবের টাকার, তদন্তে স্কুল শিক্ষা দফতর

No trace of students' tab money, School Education Department investigating

Truth Of Bengal: পড়ুয়াদের ট্যাবের টাকার নেই হদিস। তা নিয়ে এবার তদন্তে নামল স্কুল শিক্ষা দফতর। এখনো পর্যন্ত ৮০ জন পড়ুয়াকে চিহ্নিত করল স্কুল শিক্ষা দফতর। যাদের ট্যাবের টাকা তাদের কাছে পৌঁছায়নি। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান এই দুই জেলায় এই হদিশ পেয়েছে স্কুল শিক্ষা দফতর। দুই জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক কেই তদন্তের নির্দেশ। থানায় অভিযোগ জানানোর নির্দেশ। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষা দপ্তরের তদন্তের আওতায় আসতে চলেছেন। টাকা উদ্ধার না করা গেলে ফের এই পড়ুয়াদের টাকা পাঠাবে রাজ্য। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

জানা গিয়েছে , পড়ুয়াদের কোন একাউন্টে টাকা পাঠানো হবে তা জানতে চাওয়া হয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের থেকে। যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় সেই অ্যাকাউন্টেই টাকা পাঠায় রাজ্যের অর্থ দফতর। এক্ষেত্রে এই ৮০ জন পড়ুয়ার একাউন্ট নাম্বার সঠিক দেওয়া হয়েছিল নাকি? প্রধান শিক্ষকরা কোন গাফিলতি করেছে নাকি তা নিয়ে তদন্ত শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। অর্থ দফতরের নির্দেশেই এই তদন্ত বলেই সূত্রের খবর।