
Truth Of Bengal: জয় চক্রবর্তী: মন্দারমনি এবং তার সংলগ্ন অঞ্চলে বিভিন্ন হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে স্তম্ভিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন থেকে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে কোন আলোচনাই করেনি।
রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কোন দল ধরনের বুলডোজার চলবে না। মন্দারমনিয় তৎসংলগ্ন অঞ্চলের বেশ কিছু হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে এবার রাজ্য প্রশাসন অগ্রণী ভূমিকা নিল। মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য, কোন ধরনের বুলডোজার চালানো হবে না।