
The Truth Of Bengal : কোচবিহার : ফের বিজেপিতে বড়সড় ভাঙ্গন দিনহাটায়। বিজেপির কেন্দ্রীয় কমিটির ৫সদস্য আজ কোচবিহারে আসছে। তার কিছুক্ষণ আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন দিনহাটা ১ মন্ডল মহিলা মোর্চার সহ সভানেত্রী সোমা সিংহ ও কয়েকজন মহিলা। আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। সোমা সিংহ জানান, “মহিলাদের জন্য কাজ করতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।”
প্রসঙ্গত, শুধু কোচবিহারেই নয় পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনাতে পঞ্চায়েত ভোটে হাট কালনা পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার 107 নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মন্ডল সহ বিজেপির পঞ্চাশ জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন । কালনা নিউ মধুবন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির কার্যকর্তারা। তাদের হাতে তৃণমূলের দলীও পতাকা তুলে দিলেন, কালনা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবপ্রসাদ বাগ, এছাড়াও উপস্থিত ছিলেন কালনা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি চাল সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।