রাজ্যের খবর

অভয়বাণী দিতে ধুলিয়ানের রাস্তায় নবনিযুক্ত জঙ্গিপুরের পুলিশ সুপার

Newly appointed Jangipur Police Superintendent on Dhulian Road to deliver warning

Truth Of Bengal: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাঁদের মনে আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিলেন জঙ্গিপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার, আইপিএস অমিত কুমার সাউ। সোমবার সন্ধ্যায়, তিনি ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষকে সঙ্গে নিয়ে সামশেরগঞ্জের ধুলিয়ান শহরের বিভিন্ন পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

এদিন তাঁরা ধুলিয়ানের ঠাকুরপাড়া, ঘোষপাড়া, শিবমন্দির এলাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে যান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাঁরা জানার চেষ্টা করেন, এলাকায় বর্তমানে কোনো ধরনের সমস্যা বা অসুবিধা রয়েছে কি না। সাম্প্রতিক অতীতে ধুলিয়ান এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার জেরে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঐতিহ্যবাহী শহর ধুলিয়ানের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মানুষকে পুনরায় স্বস্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে, পুলিশ প্রশাসন ঘনঘন এলাকায় টহল দিচ্ছে এবং স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোকানপাট, বাজার-হাট এবং সাধারণ জনজীবন যাতে স্বাভাবিক ছন্দে ফিরে আসে, তা নিশ্চিত করতে প্রতিটি বিষয়ে নিবিড় নজরদারি রাখা হচ্ছে।

আইপিএস অমিত কুমার সাউ ব্যক্তিগতভাবে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেন যে, প্রশাসন তাঁদের পাশে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। স্থানীয় মানুষেরাও পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপারের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও মেলবন্ধন আরও দৃঢ় করতে সাহায্য করবে বলে মনে করছে প্রশাসনিক মহল। ভবিষ্যতে ধুলিয়ান সহ গোটা সামশেরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে জঙ্গিপুর জেলা পুলিশ এভাবেই জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়েছে।

Related Articles