রাজ্যের খবর
Trending

শিল্পশহরের গতি বাড়াতে তৈরি হচ্ছে নতুন রাস্তা, বরাদ্দ প্রায় ৪৮ লক্ষ টাকা….

New roads are being prepared to increase the speed of the industrial city, the allocation is about 48 lakh rupees

The Truth Of Bengal: শিল্পশহরের গতি বাড়াতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। আসানসোলের নানা প্রান্তের মতোই সালানপুরেও নতুন ৩টি রাস্তার কাজের সূচনা হল। জেলাপরিষদের তরফে বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৮ লক্ষ টাকা। যোগাযোগ বাড়াতে তৈরি হচ্ছে সেতু।শিল্প গড়ার পথ এতে অনেকটাই পরিস্কার হবে বলে প্রশাসন মনে করছে।

শিল্প গড়ার আগে শিল্পপতিরা দেখেন রাস্তাঘাট,বিদ্যুত,জমি সহ পরিকাঠামোর কতটা সুবিধা আছে।প্রশাসন শিল্পোদ্যোগীদের এই চাহিদাপূরণে প্রথম থেকেই নজর দিচ্ছে।পঃবর্ধমানে ইতিমধ্যে নতুন নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।পথশ্রী প্রকল্পে শিল্পসম্ভাবনাময় জেলায় ১০০কিলোমিটারের বেশি নতুন রাস্তা তৈরি করা হয়েছে।লক্ষ্য,একটাই দ্রুতগতির যানবাহন যাতে মসৃণপথে যাতায়াত করতে পারে।তার মাঝে এখনও যেসব এলাকার রাস্তার বেহাল দশা রয়েছে সেখানকার সড়কের সংস্কার করা হচ্ছে।সঙ্গে চলছে রাস্তার সংযোজনও।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় মঙ্গলবার দিন সালানপুর ব্লকে তিনটি পৃথক রাস্তার শিল্যানাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।তাছাড়া বিশেষ রূপে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।এদিন প্রথমে কুসুমকানালি থেকে হিন্দুস্তান কেবেলস ফুটবল ময়দান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তাটির পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় ৪৭লক্ষ ৪২ হাজার টাকা ব্যয় করে রাস্তার কাজের শিল্যানাস করা হয়।

দ্বিতীয় রাস্তাটি প্রায় সাড়ে চার কোটি টাকার ব্যয়ে রুলার রোড প্রজেক্ট আন্ডার আর আইডিএফের ফান্ড থেকে দেশবন্ধু পার্ক থেকে আপারকেশিয়া,লোয়ার কেশিয়া হয়ে জিৎপুর ব্রিজ পার করে সোজা এই রাস্তা চলে যাবে কল্ল্যা পঞ্চায়েতের শিয়াকুলবেড়িয়া পর্যন্ত প্রায় ৬.৪ কিলোমিটার পিচ রাস্তাটির শিল্যানাস করা হলো।

তৃতীয় রাস্তাটি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের ফান্ড থেকে প্রায় ৯১লক্ষ টাকা ব্যয় করে ধাগুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশিডাঙ্গা শ্মশান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিল্যানাস করা হয়। এদিন মোঃ আরমান জানান বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় সালামপুর ব্লকে প্রচুর রাস্তার নির্মাণ করা হয়েছে।এবং আগামী দিনেও যেসব রাস্তা বাকি রয়েছে সেগুলি করা হবে।

Free Access

Related Articles