রাজ্যের খবর

INDIA LOGO: ইন্ডিয়া নামকরণের পর এবার লোগোতেও কি থাকবে মমতার অবদান

INDIA Logo

The Truth Of Bengal: নামকরণ হয়ে গিয়েছে, এবার পালা লোগোর। এবারও চোখ সেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের দিকেই। বিরোধী জোটের INDIA নামকরণটা আসলে মমতারই দেওয়া। বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নামকরণ কী হবে তা নিয়ে আলোচনা শুরু হতেই ইন্ডিয়া নামের কথা বলেছিলেন মমতা। আরও দুটি প্রস্তাবও আসে। যদিও মমতার দেওয়া ইন্ডিয়া নামেই শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে সিলমোহর পড়েছিল। ইন্ডিয়া=ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ( National Developmental Inclusive Alliance)। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল এই খবর। এবার আগামী বৃহস্পতিবার মুম্বইয়ে INDIA জোটের দু দিনের পরবর্তী বৈঠকে ঠিক হতে চলেছে অ-বিজেপি দলগুলির মহাগঠবন্ধনের লোগো। লোগোতেও কী সবচেয়ে বড় অবদানটা থাকবে মমতার? মমতার ছবি আঁকার আগ্রহের কথা সবার জানা। লোগো ডিজাইনের পরিকল্পনার পিছনে কী দিদির হাত থাকতে চলেছে? জল্পনা শুরু রাজনৈতিক মহলে। বিরোধী জোট ইন্ডিয়ার লোগো কেমন হয় তা নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলের। দেশের রাজনীতিতে একটা ফ্রন্ট বা জোট হয়ে লড়ার জন্য, বামফ্রন্ট থেকে ইউপিএ, এনডিএ সহ নানা জোট আছে। কিন্তু সেসব জোটের কোনও লোগো ছিল না। সেই দিক থেকে অনেকটাই অভিনব হতে চলেছে ইন্ডিয়া জোটের লোগো।

মমতাই সবার আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলিকে এক হওয়ার ডাক দিয়েছিলেন। ইডি-সিবিআইয়ের অপব্যবহার থেকে শুরু নানা ইস্যুতে বিজেপি বিরোধী সব শক্তিকে এক হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার মমতার সেই প্রস্তাব অনেকটা দূর এগিয়েছে। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালকে পাশাপাশি বসে হাসতে দেখা যাচ্ছে। নীতীশ কুমার বৈঠকে গুরুত্ব নিয়ে কথা বলছেন অখিলেশ যাদবদের সঙ্গে। বিরোধী জোট পটনার বৈঠকে ২৬টি দল অনেক জটিলতা কাটিয়ে একসঙ্গে বসেছিল। এরপর বেঙ্গালুরুতে ঠিক হয় নাম। এবার মুম্বইয়ের বৈঠক থেকে ২০২৪ লোকসভার রণকৌশল কী হবে তা নিয়ে হবে বিস্তারিত আলোচনা। এই আলোচনার একটা অংশ হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে।

দেশের ২৬টি বিরোধী দলের জোটের নাম INDIA রাখার পর চাপে পড়ে যায় বিজেপি। ইন্ডিয়া এমন একটা নাম যেখানে অন্তত নাম নিয়ে সরাসরি বিরোধীদের আক্রমণ করা যাবে না। তবে এরপরেও বিজেপির অন্য নেতাদের মত নরেন্দ্র মোদীও ইন্ডিয়া নাম নিয়ে নজিরিবিহীন আক্রমণ করেন। মোদীর আক্রমণকে একটা অংশ মোটেও ভালভাবে নেননি। এবার পালা লোগোর। নির্বাচনী প্রতীক এক হয়ে ইন্ডিয়া জোটের দলগুলিকে লড়বে না সেটা পরের প্রশ্ন। কিন্তু একটা লোগোর তলায় আসতে চলেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, জেডি (ইউ), আরজেডি সহ বিরোধী দলের জোট INDIA। আরব সাগরের তীরে ইন্ডিয়ার লোগো নিয়ে যে দেশের রাজনীতিতে বড় চর্চা হতে চলেছে তা নিশ্চিত।

Related Articles