ফুলবাড়ি থেকে ৩২১ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ
New Jalpaiguri police station

The Truth of Bengal: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩২১ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রিন্টু কুমার প্রসাদ, রাজু যাদব এবং ইন্দ্রদেব প্রসাদ।অভিযুক্তরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্রাক থেকে মোট ৩২১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এবং উদ্ধার হাওয়া গাঁজা অসম থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের এই অভিযানে অবৈধ মাদকদ্রব্যের কারবার নিয়ন্ত্রণে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।