কার্যকর স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার, গ্রাহকদের সচেতন করতে প্রয়াস রাজ্য সরকারের
New interest rates on effective small savings, state government's effort to make consumers aware

The Truth OF Bengal: নতুন বছরের শুরু থেকেই কার্যকর হল স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার। মানুষকে সঞ্চয়মুখী করার জন্য নতুন উদ্যমে প্রচারে নেমেছে রাজ্য সরকার। লিফলেট বিলি করে গ্রাহকদের সচেতন করার জন্য প্রচার বাড়ানো হচ্ছে।আগামীদিনে যাতে সাধারণ মানুষ টাকা জমা রাখে সেজন্য রাজ্যের তরফে চলছে প্রচার।
বাজার অর্থনীতির যুগে রাজ্যের মানুষের হাতে যাতে নগদ অর্থ আসে সেজন্য নানা প্রকল্প নিয়েছে রাজ্য সরকার।লক্ষ্মীর ভান্ডার, পেনশন প্রকল্প বা অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বিকেন্দ্রীকৃত অর্থনীতির প্রাণ সঞ্চার করা হচ্ছে।সরকারি অর্থ হাতে মেলায় সাধারণ মানুষ বাজারে বেশি করে খরচ করার সুযোগ পাচ্ছে।এই অবস্থায় বাংলার মানুষকে সঞ্চয়মুখী করার নতুন প্রয়াস নিয়েছে প্রশাসন।নতুন বছরের প্রথমেই সুদের হার কার্যকর হয়েছে।ফলে গ্রাহকদের লাভবান হওয়ার সুযোগ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে।এই অবস্থায় কেন্দ্র লোকসভা ভোটের কথা মাথায় রেখে প্রথমে সুদ কমানোর কথা বলেও পরে পিছিয়ে আসে।
- ৩বছরের মেয়াদি আমানতে সুদ বেড়েছে ০.১ শতাংশ
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় বেড়েছে ০.২ শতাংশ সুদ
- বিগত ১বছরের বেশি সময়ে সুদ বেড়েছে ধাপে ধাপে
- গ্রাহকরা যাতে সুবিধা পায় তা প্রচার করছে রাজ্য সরকার
- এজেন্ট নিয়োগ করে রাজ্য স্বল্প সঞ্চয়কে কার্যকরী করছে
- লিফলেট দিয়ে বাড়তি প্রচারের গুরুত্ব রাজ্য সরকারের
ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলি থেকে যে রাজ্যে যত টাকা আদায় হতো, এক সময় তার উপর নির্ভর করেই ঋণ পেত রাজ্যগুলি। তাই ওই সঞ্চয় প্রকল্পগুলি বিক্রির ব্যাপারে আগ্রহী ছিল বিভিন্ন রাজ্য সরকার। ওই প্রকল্পগুলির বেশিরভাগই ছিল এজেন্ট নির্ভর। এজেন্টরাই আমানতকারীদের কাছে পৌঁছতেন এবং প্রকল্প বিক্রি করতেন। এখন এজেন্সি প্রথা চালু থাকলেও ধাপে ধাপে তাঁদের কমিশন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তবু রাজ্য বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে স্বল্প সঞ্চয় অধিকার বিভাগ প্রচারকে অগ্রাধিকার দিচ্ছে। এই অবস্থায় জনমুখী –সঞ্চয় প্রকল্পকে রূপায়ণ করে বাংলার মানুষের আয় বাড়ানোর নতুন উদ্যোগ নিচ্ছে প্রশাসন।তাই জেলায় জেলায় লিফলেট বিলি করে চলছে জোরদার প্রচার।
Free Access