গৃহহীন মানসিক ভারসাম্যহীন মানুষের আশ্রয় ও মানসিক স্বাস্থ্যে প্রশিক্ষণে নতুন দিগন্তের সূচনা বারুইপুরে
New horizons in sheltering homeless mentally challenged people and training in mental health begin in Baruipur

Truth of Bengal: অন্তরা সোসাইটির বারুইপুর ক্যাম্পাসে গৃহহীন, মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য আশ্রয় ও পশ্চিমবঙ্গের প্রথম ডিএনবি সাইকিয়াট্রি প্রোগ্রাম শুরু করা হলো। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ড., প্রফেসর আশীষ বিশ্বাস, প:ব: সরকারের ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন রেভারেন্ড জন ফেলিক্স রাজ, জেভিয়ারস ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সেন্ট রেভারেন্ড শ্যামল বোস, বারুইপুর বিশপ ডাওসেস এবং সিএসার, কোল ইন্ডিয়া লিমিটেড জেনারেল ম্যানেজার রেণু চতুর্বেদী সহ প্রমুখ গুণীজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই ডিএনবি সাইকিয়াট্রি প্রোগ্রামটি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন্স ইন মেডিকেল সায়েন্সের অনুমোদন প্রাপ্ত। ২০১৫-১৬ সালের জাতীয় স্তরে সমীক্ষায় দেখা গেছে, প্রতি এক লক্ষ মানুষের জন্য মাত্র ৪ জন মনোবিদ আছেন। এই সমস্যাকে উদ্দেশ্য করেই এই ট্রেনিং প্রোগ্রামটির সূচনা। ভবিষ্যৎ মনোবিদ ও মন চিকিৎসক দের সম্পূর্ণ কাজের অভিজ্ঞতা ও তাত্ত্বিক ভাবে প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়েই এই প্রোগ্রামটি শুরু হয়েছে।
গৃহহীন, মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রয় তৈরীর এই প্রকল্পটি কোল ইন্ডিয়া লিমিটেডের অর্থে পরিচালিত হবে। এটা ভবিষ্যতে এমন মানুষদের নিরাপদ আশ্রয় ও সুস্থতার লক্ষ্যে কাজ করবে। মানসিক স্বাস্থ্যসেবা আইন ২০১৭ অনুযায়ী এই সমস্ত পরিষেবা দেওয়া হবে।
অন্তরা সোসাইটির জেনারেল ম্যানেজার ড. ম্যাথিউ জন বলেন, ‘অন্তরার কাজের মূল উদ্দেশ্যই হলো যারা সব থেকে দুর্বল ও অসহায়, তাদের জন্য কাজ করা। আমরা মানসিক স্বাস্থ্যের সুস্থতার মাধ্যমে সেই সমস্ত মানুষের জীবন পরিবর্তনের উদ্দেশ্যই কাজ করি।’
পশ্চিমবঙ্গে এমন গৃহহীন মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য হোম ও এমন DNB সাইকিয়াট্রি প্রোগ্রাম নিঃসন্দেহে এক ইতিহাস সৃষ্টি করবে। গত ৫৩ বছরে এখনো অবধি প্রায় ৫৪০০০ রুগীর চিকিৎসা হয়েছে এই সংস্থার অধীনে এবং প্রায় ১.১ মিলিয়ন রুগীর কাছে নানাভাবে পরিষেবা প্রদান করেছে। রেসিডেন্সিয়াল ওয়ার্ড, আউটডোর পেশেন্ট এবং কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হয়। এভাবে নানা কাজের মাধ্যমে অন্তরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলায় এক নতুন দিগন্তের সূচনা করছে।এ