চা বাগানের মহিলাদের জন্য নতুন দিশা, সেলফ হেল্প গ্রুপের কর্মশালায় জোরালো বার্তা
New direction for tea garden women, strong message at self-help group workshop

Truth of Bengal: আলিপুরদুয়ার জেলার সেল্ফ হেল্প গ্রুপ গুলির সাফল্য রাজ্যজুড়ে প্রশংসিত হয়েছে। এই সাফল্য আরও বিস্তৃত করার লক্ষ্যে জেলা প্রশাসন নতুন উদ্যোগ নিয়েছে। সেলফ হেল্প গ্রুপ গুলিকে আরও সক্রিয় করে তুলতে এবং সদস্য সংখ্যা বাড়াতে শুক্রবার আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক জেলাভিত্তিক কর্মশালা।
জেলার ৬টি ব্লকের বিভিন্ন সেল্ফ হেল্প গ্রুপ থেকে আগত সদস্যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, জেলা শাসক আর বিমলা সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় ২৬,২০২টি সেল্ফ হেল্প গ্রুপে মোট ২,৬৪,৮৯৬ জন মহিলা যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই এই গ্রুপগুলি জেলার নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে এখনও জেলার বহু চা বাগানের মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের-আওতার বাইরে রয়ে গেছেন। এবার জেলা প্রশাসন তাদের অন্তর্ভুক্তির দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে এই মহিলারা আর্থিক স্বনির্ভরতা অর্জনের সুযোগ পাবেন বলে আশাবাদী প্রশাসন।