Nepal curfew: সুস্থ ভাবে ফিরে আসুক, নেপালে থাকা পরিজনেরা! উদ্বেগে পরিবার
Nepal curfew leaves hundreds of artisans from West Bengal stranded in Kathmandu and nearby cities; families demand safe return home before Puja.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: উত্তপ্ত নেপাল! সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতিতে কার্ফু জারি হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার ৩-৪ হাজার সোনার কারিগর-সহ কিছু ব্যবসায়ীও নেপালের কাঠমান্ডু-সহ আশেপাশের শহরে আটকে রয়েছেন(Nepal curfew)। এই মুহূর্তে তাঁরা সকলেই সেখানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। নেপালের এই অবস্থা দেখে দুশ্চিন্তায় রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাই পুজোর আগেই যাতে পরিবারের সদস্যরা সুস্থভাবে বাড়ি ফিরে আসেন এখন সেটাই চাইছেন সকলে।
[আরও পড়ুনঃ ছাত্র-শিক্ষকের সম্পর্কে আজ এসেছে পেশাদারিত্ব]
নেপালের কাঠমান্ডুতে ঘাটাল পুরসভার দু’নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকার এক পরিবারের ৫ জন সদস্য রয়েছেন(Nepal curfew)। বৃহস্পতিবার ওই পরিবারেরই একজন সদস্যা সুষমা মল্লিক বলেন, ‘আমার জা, ভাসুর-সহ সকলেই সেখানে আটকে রয়েছেন। বুধবার সন্ধ্যায় আমাদের সঙ্গে কথা হয়েছে। সকলেই ভালো রয়েছে। আমরা চাইছি, সকলেই যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।’
FB POST: https://www.facebook.com/truthofbengal
এ দিকে, দাসপুরের অনেক শ্রমিক সোনার কাজে গিয়ে সেখানে আটকে রয়েছেন। দাসপুরের বাসিন্দা অনুপ মান্নার মুখেও তাই একই কথা শোনা গেল(Nepal curfew)। তাঁর কথায়, ‘আমার দুই ভাই ওখানে সোনার কাজ করে। খুব ভয়ে রয়েছি। সেখানে গুলি-বোমা চলছে। মাঝেমধ্যেই সেখানে ইন্টারনেট থাকছে না। ভালোয় ভালোয় ফিরে আসুক এটাই চাই।’






