নাবালিকা ছাত্রীর ধর্ষণের চেষ্টা প্রতিবেশী ষাট ঊর্ধ্বে বৃদ্ধের, ছড়াল চাঞ্চল্য
Neighbour tries to rape minor girl

Truth Of Bengal: রাজ্যে ফের ঘটল ধর্ষণের ঘটনা। এবার ষাট ঊর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদন্ডী উত্তরপাড়ায় । অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বছর চারের নাবালিকা ছাত্রী বাড়িতে একা খেলা করছিল। সেই সময় এলাকার বাসিন্দা ষাট ঊর্ধ্ব আব্দুল মজিদ সরদা ওই ছাত্রীর বাড়িতে আসে। আর তখন বাড়িতে একাই ছিল নাবালিকা।
সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরে ঢুকে পড়েন ওই বৃদ্ধ। তারপর নাবালিকার প্রথমে শরীরের বিভিন্ন অংশে হাত দেয় । সেইসঙ্গে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চেঁচামেচি শুরু করতেই ছুটে আসে তার মা। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দেখে তার মেয়ের কাছে বসে রয়েছেন বৃদ্ধ ।
খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জড়ো হয়ে যায়। চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে বসিরহাট থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় ব্যাপক পরিমাণে চাঞ্চল্য ছড়ায় । তবে এই ব্যাপারে ওই ছাত্রীর মা কোনরকম ভাবে মুখ খুলতে চাইছেন না।