কালিয়াগঞ্জে নজরুল জন্মজয়ন্তী পালনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপন
Nazrul's birth anniversary celebrated with grandeur in Kaliaganj

Truth Of Bengal: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালিত হলো জাঁকজমকপূর্ণভাবে। সোমবার সন্ধ্যায় নজমু নাট্য নিকেতনে আয়োজিত এই অনুষ্ঠান ছিল শিল্প, সংস্কৃতি ও আবেগে ভরপুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার শাসক কিংশুক মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের জেলা আধিকারিক শুভম চক্রবর্তী, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, উপ-পুরপ্রধান ঈশ্বর রজক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, নারী ও শিশু উন্নয়ন দফতরের কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা আধিকারিক শুভম চক্রবর্তী জানান, নজমু নাট্য নিকেতনে ২১টি মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয় — যার মধ্যে ছিল নজরুলগীতি, সমবেত নৃত্য, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা। অংশগ্রহণকারী শিল্পীদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয়। দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
এই অনুষ্ঠানের সফলতার পেছনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতা ছিল প্রশংসনীয়। কালিয়াগঞ্জে সরকারি উদ্যোগে নজরুল জন্মজয়ন্তীর এমন আয়োজন স্থানীয় মানুষের মনে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।