স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবসে পদযাত্রায় নবদ্বীপ রামকৃষ্ণ মিশন
Navadwip Ramakrishna Mission joins the march on Swami Vivekananda's 163rd birth anniversary

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস উপলক্ষে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এদিন সকাল আটটায় শুরু হল সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা। এই পদযাত্রায় নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ জি মহারাজ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে পদযাত্রার সূচনা করেন। এদিনের এই পদযাত্রায় নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন পাঠদান প্রকল্পের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকাসহ সমাজের বহু মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সহ-সভাপতি সব্যসাচী মন্ডল জানান, ভারত সরকার স্বামী বিবেকানন্দের জন্মদিনদিনটিকে ন্যাশনাল ইয়ং ডে হিসেবে ঘোষিত করেছে। এছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মদিনে ছাত্র ও যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এই দিনের এই পদযাত্রা নবদ্বী প রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পুনরায় মিশন প্রাঙ্গনে এসে শেষ হয়।।