রাজ্যের খবর

আইএসসি পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান অধিকার নদিয়ার সৃজকের

Nadia's Srijak ranks fourth among all Indians in ISC exams

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ আইএসসি পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান অধিকার করল নদিয়ার কৃষ্ণনগরের দ্বাদশ শ্রেণীর ছাত্র সৃজক বিশ্বাস। সৃজকের এই সাফল্যে গর্বিত তার পরিবার। এদিন সন্তানকে মিষ্টিমুখ করিয়ে আগামী পথ চলার মনে সাহস যোগান মা মধুমিতা রায়।

মায়ের কথায় সৃজক বরাবরই মেধাবী ছাত্র, সারাদিনে আট ঘন্টা পড়াশোনার মধ্যে যুক্ত থাকত সে  তার ফাঁকেও গান-বাজনা খেলা প্রেমে ছিল সৃজক। মা মধুমিতা রায় স্কুল টিচার হলেও ছেলের পড়াশোনার উপর বাড়তি নজর দিতেন। বাবা রেলের চাকরিতে কর্মরত, তাই বেশিরভাগ সময়টা মাকেই দায়িত্ব নিতে হতো। সৃজক শুধু সারা ভারতবর্ষের মধ্যে প্রথম নয় বিদ্যালয়ের মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে।

আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সৃজকের এখন একটাই মাত্র লক্ষ্য সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে। এপ্রসঙ্গে সৃজক বলে, তার এই সাফল্যের পেছনে পরিবারের যথেষ্টই ভূমিকা রয়েছে। রাতে পড়াশোনার সময় মা জেগে থাকতেন মা। ১২ বছরের স্বপ্ন আজ তার পূরণ হয়েছে। তবে সৃজকের এই সাফল্যে গর্বিত যেমন পরিবার তেমনি প্রতিবেশীরাও গর্বিত বোধ মনে করছেন।

Related Articles