বর্জ্য দিয়ে তৈরি নিপুণ শিল্পকর্মে পরিবেশ রক্ষার বার্তা নদিয়ায়
Nadia conveys the message of saving the environment in masterful artworks made from waste

Truth Of Bengal: পরিবেশকে স্বচ্ছ সুন্দর রাখতে পরিতক্ত ফেলে দেওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করা হলো নানান শিল্প কর্ম। শান্তিপুর পৌরসভার নির্মল বাংলার মহিলারা এর মাধ্যমে দিলেন পরিবেশ রক্ষার বার্তা। প্লাস্টিকের বোতল, প্যাকেট, বিরিয়ানির কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে পুতুল, ডুগি তবলা, ফুলদানি, ড্রাম।
পরিবেশকে সুস্থ সুন্দর রাখার জন্য নানান সময় বহু জায়গা থেকে নানান বার্তা দেওয়া হয়। তবে শান্তিপুর পৌরসভার নির্মল বাংলার মহিলারা এবার আর মুখে কোন বার্তা দিলেন না। হাতে কলমে পরিবেশকে সুন্দর সুস্থ রাখার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। নির্মল বাংলার মহিলারা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, প্যাকেট, বিরিয়ানির কন্টেনার, আইসক্রিমের কাঠিকে হাতিয়ার করে ফুটিয়ে তুলেছেন নানান রকম শিল্পকর্ম। এইসব বর্জ্য দিয়ে পুতুল, ডুগি তবলা, ফুলদানি, ড্রাম, খেলনা গাড়ি তৈরি করেছেন। এই উদ্যোগের মাধ্যমে তারা শুধু তাদের সৃজনশীলতাকে প্রকাশ করছেন না, বরং পরিবেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য মানুষকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।
এই হাতের কাজগুলো পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যাতে মানুষ দূষণ রোধে আরও মনোযোগী হয়। তারা জানান, এই কাজের মাধ্যমে তাঁরা সমাজকে বোঝাতে চান যে, ব্যবহার করা সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য এবং সঠিকভাবে ব্যবহার করলে তা পরিবেশের জন্য উপকারী হতে পারে।
তারা এই সমস্ত শিল্পকর্ম শান্তিপুর পৌরসভায় প্রদর্শনের তা রাখা রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন এবং প্রশংসা করছেন। তাদের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।