Nadia Anganwadi: খিচুড়িতে মিলল সাপের খোলস! বিষাক্ত খাবার খেয়ে নদীয়ার চাপড়ায় অসুস্থ অন্তত ২০টি শিশু
অসুস্থ শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Truth of Bengal: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা খিচুড়িতে সাপের খোলস পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকায়। সেই বিষাক্ত খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ২০টি শিশু। অসুস্থ শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার দুপুরে ডোমপুকুর এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ফারজিনা খাতুন নামে এক মহিলা এদিন সকালে তাঁর সন্তানদের জন্য কেন্দ্র থেকে বরাদ্দ খিচুড়ি সংগ্রহ করেন। বাড়িতে এনে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার সময় তিনি দেখতে পান, খিচুড়ির মধ্যে কিছু একটি পড়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করতেই তিনি দেখেন সেটি একটি আস্ত সাপের খোলস!
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। ততক্ষণে ওই বিষাক্ত খিচুড়ি খেয়ে ফেলেছে অনেকেই। এক এক করে প্রায় ২০টি শিশু অসুস্থ হয়ে পড়ে। সবারই পেটে ব্যথা এবং বমির মতো উপসর্গ দেখা যায়। দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছু শিশুকে ছেড়েও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিভাবকরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের মূল অভিযোগ, কেন্দ্রের খাবারের মান খুবই খারাপ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের চরম গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। এর আগেও খাবারের মান নিয়ে অভিযোগ জানানো হলেও কর্তব্যরত কর্মীরা কোনো ব্যবস্থা নেননি বলে দাবি অভিভাবকদের। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভ চলে।
ঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমন গুরুতর অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। চাপড়া ব্লকের শিশু সংহতি বিকাশ দপ্তর (Child Integration Development Department) ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে রান্না করা খাবারে সাপের খোলস এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।






