প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের বেহাল দশা, উন্নয়নের জন্য তৎপর নবান্ন
Pradhan Mantri Gramin Sadak Yojana

The Truth of Bengal: প্রশাসনিক স্তরে এই আবেদন মঞ্জুর হয়ে, রাস্তা মেরামতির টেন্ডার কবে পাশ হয় সেদিকে তাকিয়ে দাসপুরবাসী।একদিকে কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা, অন্যদিকে বেহাল দশা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। পিচ রাস্তা একেবারে খানাখন্দে পরিণত হয়েছে। ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরে দুটি ব্লকের সঙ্গে যোগাযোগকারী এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কে যেন পাতা রয়েছে মৃত্যু ফাঁদ। রাস্তায় চলার সময় একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা অনিবার্য।
এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক হয়ে প্রতিনিয়ত যাতায়াত করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ও ২ নম্বর ব্লকের মানুষজন, এই রাস্তার পাশেই রয়েছে একাধিক স্কুল, পাশাপাশি রয়েছে স্বাস্থ্য কেন্দ্রও। প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যেতে হলে যে কোন সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
দাসপুর থানার বৈকন্ঠপুর বাস স্ট্যান্ড থেকে বড়শিমুলিয়া পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের এই বেহাল দশার কথা ‘সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো’ তে অভিযোগ জানায় স্থানীয় মানুষজন।সেই আবেদনের পরিপেক্ষিতে নবাণ্ণ থেকে রিপোর্ট পাঠানো হয় পঞ্চায়েত অফিসে। সেই রিপোর্ট তদন্ত করে রাস্তাটি মেরামতের জন্য আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। প্রশাসনিক স্তরে এই আবেদন মঞ্জুর হয়ে রাস্তা মেরামতির টেন্ডার কবে পাশ হয় সেদিকে তাকিয়ে দাসপুরবাসী।