রাজ্যের খবর

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান নবদ্বীপ থানার উদ্যোগে

Nabadwip Police Station organizes reception for meritorious students who passed the Secondary and Higher Secondary examinations

Truth of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলা নির্দেশে নবদ্বীপ থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে সদ্য উত্তীর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ  ২৪ জন কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে দেওয়া হয় সংবর্ধনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ বিজন কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার কর্মরত পুলিশকর্মী থেকে শুরু করে কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। তবে জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। উল্লেখ্য মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছিল নদীয়ার শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রজ্বল দাস। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে নদীয়ার চাকদার রামলাল বিদ্যাপীঠের ছাত্র সায়ক বিশ্বাস।

এছাড়াও নদিয়া জেলার বেশিরভাগ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে একাধিক ছাত্র-ছাত্রী। জীবনের দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একপ্রকার বলা যেতেই পারে খুশির আমেজ তৈরি হয় তাদের মধ্যে। এরই মধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার এই উদ্যোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বিষয়। পুলিশ প্রশাসনের হাত থেকে শংসাপত্র পেয়ে খুশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীরা। একপ্রকার বলা যেতেই পারে শিক্ষার আরো প্রসার ঘটাতে জেলা প্রশাসনের এই উদ্যোগ এক অনন্য বার্তা দেয় সমাজে।

Related Articles