রাজ্যের খবর

ঘোলায় রহস্য-খুনে গ্রেফতার ‘রহস্যময়ী’

'Mysterious' woman arrested in Ghola mystery-murder

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার ঘোলায় রহস্যজনকভাবে খুন হন এক যুবক। হোটেলের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার হয় বাবলু মন্ডলের। বান্ধবীকে বিয়ে করে একটি হোটেলে উঠেছিল তারা। বাবলুর মৃতদেহ পড়েছিল হোটেলের ঘরে। বিপাত্তা ছিল বান্ধবী তিতলি দে। তদন্ত শুরু করে ঘোলা থানার পুলিশ। সেই ঘটনায় এবার পাকড়াও হল নতুন বধু।

ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ পাকড়াও করল রহস্যময়ী ওই মহিলাকে। কেন খুন করা হয়েছিল বাবলুকে তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে পুলিশ। কিভাবে খুন করা হয় তাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসাররা। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় বাবলু তার বান্ধবীকে নিয়ে ওই হোটেলে উঠেছিল। হঠাৎ করে বান্ধবী হোটেল থেকে বেরিয়ে যায়। পরে আর ফিরে আসেনি। পরে হোটেলের দরজা খুলতে বাবলুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের পর থেকে রহস্যময়ী ওই মহিলার খোঁজ চালাচ্ছিল। অবশেষে পাকড়াও পুলিশের জালে।