রিসর্টে রহস্যমৃত্যু, তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ
Mysterious death at resort, Naxalbari police investigating

Truth Of Bengal: নকশালবাড়ির হাতিঘিসায় এক রহস্য মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বিরসিং জোতের একটি বেসরকারি রিসর্টে। বিরসিং জোতের বেসরকারি রিসর্টের গেটে ওই রিসর্টের এক কর্মীর রহস্য মৃত্যু। মৃত কর্মীর নাম সুরজ লামা। সে শিবখোলার বাসিন্দা। জানা গিয়েছে গত ৩ মাস থেকে ওই রিসটে কুকের কাজ করত সুরজ।
বুধবার রাতে ওই রিসর্টের লোহার গেট শরীরের ওপর পড়েই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মৃতের পরিবারের অভিযোগ শরীরের ওপর গেট পড়লে শুধু মাথায় চোট! পরিবারের তরফে সন্দেহ পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। গোটা ঘটনায় বেশকয়েক জন জড়িত থাকতে পারে বলে বিষ্ফোরক অভিযোগ মৃতের শ্বশুরের। পাল্টা রিসর্টের মালিকের দাবি যে, তিনি খাবার খেতে এসে তার কর্মীকে তিনি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন নকশালবাড়ির এসডিপিও ও নকশালবাড়ির সিআই।
রিসর্ট হওয়ার পরেও নিরাপত্তা রক্ষী ও সিসিটিভি খারাপ থাকায় রিসর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। যদিও পরে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে রাখা হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ পরিস্কার হবে। জানা গিয়েছে মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল আসতে পারে। এর পাশাপাশি ঘটনাস্থলে নমুনা সংগ্রহ না করা পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।