Murshidabad: মুর্শিদাবাদের কান্দিতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, জখম ৫
এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একটি ছোট্ট শিশু এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
Truth of Bengal: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামে রান্না করার সময় এক ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একটি ছোট্ট শিশু এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আমিনা পারভিন। অন্যান্য দিনের মত বুধবার দুপুরে রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা আনিসুর সেখ, তার বাড়িতে রান্না করার কাজ চলছিল। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে পাশে থাকা আরও একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে যে কারণে পরিবারের ৬ জন সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক জন শিশুকে মৃত বলে ঘোষনা করে।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত শিশুর নাম আমিনা পারভিন (৩), আহতদের নাম, বাড়ি মালিক আনিসুর শেখ, তার স্ত্রী আল্লাদি বিবি , রুলি বিবি, রিজবা বিবি, নূরজাহান খাতুন। আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন বছরের এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যান বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনের চিকিৎসা চলছে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিভাবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তার তদন্ত শুরু করে যে কান্দি থানার পুলিশ। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রাম।






