রাজ্যের খবর

তৃতীয় কন্যা সন্তান হওয়ায় ৪ মাসের শিশুকে আছড়ে খুন, গ্রেফতার বাবা মা

Murder in mursidabad

The Truth Of Bengal: তৃতীয় বার কন্যা সন্তান হওয়ায় ক্ষোভ ফেটে পড়ে বাবা মা। সেই ক্ষোভে ৪ মাসের কন্যা সন্তানকে আছড়ে খুন করলো বাবা মা। নির্মম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা গোরস্থান সংলগ্ন এলাকায়। মৃতা সেই মেয়েটির নাম খাদিজা খাতুন( ৪ মাস)।অভিযুক্ত বাবা রেন্টু সেখ এবং মা বেলুয়ারা বিবি, জানা গেছে অভিযুক্ত বাবা রেন্টু সেখ পেশায় একজন চোর। ঘটনাটি পরিবার এক সদস্যের নজরে এলে ঘটনাটি জানতে পারে পুলিশ। কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত বাবা মাকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ।

বিয়ের পর টানা দুটি কন্যা সন্তান হয় মুর্শিদাবাদের ওই দম্পতির। চার মাস আগে ফের একবার তৃতীয় সন্তান হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্বামী স্ত্রী। সেই রাগ দমন করতে না পেরে রবিবার ৪ মাসের ওই কন্যা সন্তান খাদিজা খাতুন কে আছড়ে খুন করে বাবা রেন্টু সেখ ও মা বেলুয়ারা বিবি।

খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে তাকে বাড়িতে ফেলে রাখে তারা। কিছুক্ষণ পরে ঘটনাটি নজরে আসে ওই পরিবারের এক সদস্যের। বাড়ির ভেতর ঢুকেই রক্তাক্ত অবস্থায় দেখে ওই মৃতা শিশু কন্যাটিকে তারপরেই ঘটনাটি নজরে আসে সবার। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে আসে ডোমকল থানার পুলিশ। তারপরেই অভিযুক্ত বাবা মাকে গ্রেফতার করে পুলিশ। এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Free Access

 

Related Articles