বর্জ্য ব্যবস্থাপনায় নজর পুরসভার সচেতনতার পাঠ দিচ্ছেন পুরকর্তারা
Municipality's focus on waste management

The Truth of Bengal: বর্জ্য বিশ্বের একটি জ্বলন্ত সমস্যা। প্রতি বছর গড়ে ৬২মিলিয়ন টন বর্জ্য তৈরি হয়। যার মাত্র ৭০শতাংশ সংগ্রহ করা হয়।প্রায় ১২মিলিয়ন টন শোধন করা হয়।বাকিটা ল্যান্ডফিল সাইটগুলোতে ডাম্প করা হয়। বিশ্বের মতোই ভারতেও নানা বর্জ্য সমস্যা তৈরি করেছে। একথা মাথায় রেখে নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কলকাতার মতোই জেলাতেও ওয়েস্ট ম্যানেজমেন্টে বাড়তি নজর দিচ্ছেন প্রশাসনের কর্তারা।
সেই লক্ষ্যে, সলিড ওয়েস্টম্যানেজমেন্ট নিয়ে নিত্য নতুন প্রকল্প নিচ্ছে জেলা প্রশাসন থেকে পুরপ্রশাসনের শীর্ষ পদাধিকারীরা। শুধু মুখে বলেই দায়িত্ব ছাড়তে নারাজ পুর পদাধিকারীরা।রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তাও ছড়িয়ে দিচ্ছেন পুরচেয়ারম্যান। শোভাযাত্রার মধ্য দিয়ে বাড়ি বাড়ি ধরে প্রচার চালানো হচ্ছে। পচনশীল ও অপচশীল বর্জ্য আলাদা করে রাখতে বলা হচ্ছে পুরসভার তরফে। পুর কর্তৃপক্ষের দাবি, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে। প্রত্যেক ওয়ার্ডে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে।
পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে দু’টি বালতিতে রাখতে বলা হয়েছে। কিন্তু পুর নাগরিকদের বড় অংশ কোন বালতিতে পচনশীল ও কোন বালতিতে অপচনশীল বর্জ্য রাখবেন বুঝে উঠতে পাচ্ছেন না। এর জেরে সমস্যার পরতে হচ্ছে পুর কর্মীদের। কারণ পচনশীল বর্জ্য দিয়ে বালা পাড়ার ডাম্পিং গ্রাউন্ডে সার তৈরি করার প্রক্রিয়া চলছে। অপচনশীল বর্জ্য পূণরায় ব্যবহার করা যায় কিভাবে সেটাও দেখা হচ্ছে। মাইকিং করে প্রচারের পাশাপাশি লিফলেট বিলি করা হয়েছে। সবমিলিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় জেলা থেকে গ্রাম বা শহরে জোরদার সচেতন করার উদ্যোগ যে নেওয়া হয়েছে তা বলাই যায়।