রাজ্যের খবর

‘ভিন্টেজ টু’ আবাসনে পৌরসভার হস্তক্ষেপ, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ

Municipality intervenes in 'Vintage Two' housing, illegal construction demolished

Truth Of Bengal: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে ভেঙে ফেলা হল উত্তরপাড়া কোতরং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিবতলা স্ট্রিটের ‘ভিন্টেজ টু’ আবাসনের ছয়তলার একটি অবৈধভাবে নির্মিত ফ্ল্যাট। বহু আইনি লড়াই এবং আবাসনের বাসিন্দাদের দীর্ঘ আন্দোলনের পর মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে সেই অবৈধ নির্মাণ ভাঙা হয়।

ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে, যখন প্রোমোটার জে.পি. ঘোষ আবাসনের ছয়তলায় অনুমতি ছাড়াই একটি ফ্ল্যাট নির্মাণ করেন এবং তা বিক্রি করে দেন কাকলি সেনগুপ্ত নামে এক মহিলার কাছে। সেই সময় ফ্ল্যাটটি নির্মাণের কোনও অনুমোদন ছিল না। এরপর বিষয়টি নিয়ে আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কাকলি সেনগুপ্তের বিবাদে পরিণত হয়, এবং ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়।

হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি পার্থসারথি সেনগুপ্ত রায় দেন, ছয়তলার ঐ ফ্ল্যাটটি সম্পূর্ণ অবৈধ এবং তা ভেঙে ফেলতে হবে। এরপর কাকলি সেনগুপ্ত রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করলেও, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে এবং কাকলি সেনগুপ্তের আবেদন খারিজ করে দেয়।

অবশেষে মঙ্গলবার, উত্তরপাড়া পৌরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার, শ্রমিক ও পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। উল্লেখযোগ্যভাবে, ফ্ল্যাটের মালিক কাকলি সেনগুপ্ত উপস্থিত ছিলেন না। আবাসনের বাসিন্দারা জানান, তিনি আগেই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র সরে গিয়েছেন।এদিনের অভিযানে আবাসনের অন্য ফ্ল্যাটমালিকরা স্বস্তি প্রকাশ করেন।

উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, “মানুষের অভিযোগের ভিত্তিতে এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে পৌরসভা যথাযথ পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই ঘটনাটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইনের শাসন এবং আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হলে নগর পরিকল্পনার সুষ্ঠু রূপ বজায় রাখা সম্ভব।

Related Articles