রাজ্যের খবর

ঝাড়গ্রামের ধরমপুরে রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার একাধিক বোমা

Multiple bombs recovered from the side of the state highway in Dharampur, Jhargram

Truth of Bengal: গোপীবল্লভপুর থানার ধরমপুর এলাকা থেকে তাজা বোমা উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকার ধরমপুর চকে রাজ্য সড়কের ধারে একাধিক তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গোপীবল্লভপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে ব্যাগের মধ্যে থাকা একাধিক তাজা বোমা। কে বা কারা এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে একাধিক বোমা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন ?

সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাজা বোমা বিস্ফোরণে একাধিক প্রাণহানীর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ধরমপুর গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে সবজি চাষের কাজ করছিলেন। সেই সময় ব্যাগের মধ্যে একাধিক বোমা দেখতে পান কয়েকজন গ্রামবাসী। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

তবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকার মানুষজন আতঙ্কিত  হয়ে পড়েন। তবে কারা, কি উদ্দেশ্যে ওই এলাকায় ব্যাগ ভর্তি তাজা বোমা ফেলে রেখে দিয়েছিল তা খতিয়ে দেখার জন্য  গোপীবল্লভপুর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই বোমা উদ্ধার প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “গোপীবল্লভপুর থানার ধরমপুর থেকে যে বোমাগুলি উদ্ধার হয়েছে সেই গুলি ফটকা, তা নিয়ে আমরা কোন প্রতিক্রিয়া দিই না”।

Related Articles