রাজ্যের খবর

সাইকেলের পিছনে মোটর বাইকের ধাক্কা, মৃত ১

Motorcycle hits bicycle, 1 dead

Truth Of Bengal: সাইকেলের পিছনে মোটর বাইকের ধাক্কা। ঘটনাটি ঘটে, উত্তর ২৪ পরগনার বনগাঁ বাগদা সড়কের আরামডাঙ্গা এলাকায়। রবিবার বনগাঁর দিক থেকে একটি একটি মোটর বাইক আসছিল। সেইসময় উল্টোদিক থেকে একটি সাইকেল আরোহীও আসছিল।

সেইসময় আচমকাই ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাইক আরোহীটি। এরপর সেই ধাক্কায় দুজনেই ছিটকে পরে রাস্তায়। সেই ঘটনার জেরে গুরুতর আহত হয় ওই মোটরবাইক আরোহীটি। এরপর এই ঘটনা দেখে ছুটে আসে এলাকাবাসীরা। এরপর তারা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় এলে তারা ওই বাইক আরোহীকে উদ্ধার করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যায় তারা। কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

Related Articles