রাজ্যের খবর

পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় এটিএম মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে লুটের চেষ্টা দুষ্কৃতিদের, তদন্তে পুলিশ

Miscreants tried to loot ATM machines with gas cutters in the area adjacent to Pandua station, police investigating

Truth of Bengal: স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় গতকাল রাতে পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি ব্যাংকের এটিএম কাউন্টার থেকে ধোঁয়া বেরোতে দেখে নাইটগার্ড। আগুন লেগেছে এমন অনুমান করে খবর দেওয়া হয় এটিএম কোম্পানিতে।

বুধবার বেলা তিনটে নাগাদ এটিএম এর টেকনিশিয়ানরা আসলে তারা দেখে এটিএম মেশিন পুড়ে গেছে এবং ভাঙ্গা রয়েছে‌। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হুগলি জেলা পুলিশ গ্রামীনে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। সি আই মগরা এবং পান্ডুয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ। স্টেশন বাজার সংলগ্ন জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুটের চেষ্টা করেছে দূস্কৃতিরা। যদিও তারা ব্যর্থ হয়। কোন টাকা তারা নিয়ে যেতে পারেনি। পুরো বিষয় খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ।

স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ চন্দ্র নামে এক ব্যক্তি জানান , নাইট গার্ড খবর দেয় এটিএম থেকে ধোঁয়া বেরোচ্ছে কাউন্টার বন্ধ করে দিতে বলে কোম্পানিকে খবর দি। এখন এটিএম কোম্পানির লোক ওর সাথে জানতে পারলাম এই ঘটনা ঘটেছে।

Related Articles