রাজ্যের খবর

অলৌকিক! মন্দির উদ্বোধনের আগে দিঘার ঘাটে ভেসে এল জগন্নাথ

Miraculous! Lord Jagannath floats to Digha ghat before temple inauguration

Truth Of Bengal: অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় রীতি মেনেই ২৯ এপ্রিল হবে যজ্ঞ। পরের দিন অর্থাত্ ৩০ এপ্রিল প্রভু জগন্নাথ দেবের মন্দিরের  দরজা খুলে দেওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে। প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর।

হিন্দুমতে বিশ্বাস করা হয়, এই অক্ষয় তৃতীয়া তিথিতেই মহাভারত রচনা শুরু হয়েছিল। শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার রথনির্মাণ শুরু করা হয়। আর সেই পুণ্যদিনেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের আগে দিঘায় ঘটে গেল অলৌকিক ঘটনা। দিঘার জগন্নাথ ঘাটে ভেসে আসতে দেখা যায়। তাতে অনেকেই মনে করেন এটি অবিশ্বাস্য,অলৌকিক ঘটনা।ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আলাদা মাত্রা পায়।

রাজ্য সরকারের প্রস্তাবিত পুরনো জগন্নাথ মন্দিরের কাছে একটি ঘাট তৈরি হচ্ছে।  গড়া হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি। রবিবার সেই কাজই করছিলেন নির্মাণকাজে যুক্ত মানুষেরা। তাঁরা প্রথম দেখতে পান সমুদ্রের ঢেউয়ে ভেসে আসছে একটি মূর্তি। স্থানীয়রাও খবর পেয়ে ছুটে আসে।

সবাই মিলে তোলা হয় জগন্নাথের মূর্তি। মূর্তিটি সাক্ষাৎ ভগবান জগন্নাথের। কাঠের তৈরি মূর্তি। যার একটি হাত ভাঙা। খবর ছড়িয়ে পড়তেই পর্যটকরা ভিড় জমাতে থাকে। কেউ জগন্নাথদেবকে প্রণাম করেন, কেউ আবার মোবাইলে ছবি তুলে রাখেন। এই ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা ফুল নিয়ে ছুটে আসেন। কারও হাতে মালা। কেউ বা একটি বার ‘ভগবান’কে ছুঁতে চান।আধ্যাত্মিক মাহাত্ম্যের কথা ভেবে কার্যতঃ ভোগীব্রক্ষ্মপুর এলাকায় ভক্তদের জোয়ার দেখা যায়। কোথা থেকে এলেন জগন্নাথদেব। এই রহস্যের সন্ধানে ভক্তরা দিঘায় ভিড় জমান। সাধারণ মানুষের মতোই পর্যটকদের সমাগমে কার্যতঃ দিঘা ভক্তও ভগবানের মিলনস্থল হয়ে উঠেছে।

Related Articles