দন্ত চিকিৎসকের যৌন লালসার শিকার নাবালকা, উত্তেজনা বেথুয়াডহরিতে!
Minor girl falls victim to dentist's sexual lust, tension in Bethuadhari!

Truth of Bengal: নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি জেলা পরিষদ মার্কেট এলাকায় এক নাবালিকার উপর দন্ত চিকিৎসকের অশালীন আচরণের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত চিকিৎসক অলোক চাঁদ বিশ্বাস এবং তাঁর সহযোগী স্থানীয়দের হাতে বেধড়ক মারধরের শিকার হন। পরে নাকাশিপাড়া থানার পুলিশ তাঁদের উদ্ধার করে এবং অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিল বেথুয়াডহরির এক নাবালিকা। বৃহস্পতিবার সে বাবা-মায়ের সঙ্গে দন্ত চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যায়। চিকিৎসার সময়, নাবালিকার বাবা-মা অন্য এক চিকিৎসকের সঙ্গে পরামর্শের জন্য বাইরে গেলে, অভিযুক্ত চিকিৎসক তার সহকারীকে অন্য কাজে পাঠিয়ে দেন। এরপর চেম্বারে একা থাকা অবস্থায়, চিকিৎসার অজুহাতে নাবালিকার গোপনাঙ্গে হাত দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি ঘটার পর, ভয় পেয়ে নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। বাবা-মা ফিরে আসার পর সে পুরো বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে চিকিৎসক এবং তাঁর সহযোগীকে মারধর করেন। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসককে জনরোষ থেকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়।
এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে এবং নির্যাতিতার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।