রাজ্যের খবর

অনুব্রতের বাড়িতে প্রবেশে বাধা মন্ত্রী চন্দ্রনাথ ও সিউড়ির বিধায়ককে, তবে কি পালাবদলের ইঙ্গিত?

Minister Chandranath and Siuri MLAs were blocked from entering Anubrata's house, but is it a sign of change?

Truth Of Bengal : অনুব্রত মণ্ডল বাড়ি আসার আগেই তার বাড়ির কাছে পৌঁছেছিলেন বোলপুরের বিধায় তথা রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সঙ্গেই ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তারা দুইজনেই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলাকে কোর কমিটির তাতে যুক্ত রয়েছেন। এদিন অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশের পর দুজনেই তার সঙ্গে দেখা করতে গেলে পারবে তো তাদেরকে ঢুকতে দেওয়া হল না।

যদিও এই বিষয়ে বিধায়ক বা মন্ত্রী কেউ কোন মন্তব্য করেননি। তবে তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ঢুকতে গেলে কার্যত ভেতর থেকে না অর্থাৎ মানা করা হয়। অনুব্রত মণ্ডল নাকি তার মেয়ের সুকন্যা মন্ডল এই দুই বিধায়ক কে ভিতরে ঢুকতে দিলেন না সেই বিষয়টি স্পষ্ট নয়। এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই বীরভূমের রাজনীতির একটা পরিবর্তন হতে পারে এমনটাই মনে করছে বিশ্লেষকরা।

হঠাৎ করে কেন এই দুইজনকে প্রবেশ করতে দেওয়া হল না তা বোঝা যাচ্ছে না। অনুব্রত মন্ডলের বাড়িতে ঢুকতে না পেরে বিধায়ক তথা মন্ত্রী নিজের নিরাপত্তারক্ষীর মোটরবাইকে চেপে এলাকা ছেড়ে চলে যান। অন্যদিকে অনুব্রত মন্ডলের বাড়ির থেকে কিছুটা দূরে রয়েছেন বিকাশ রায় চৌধুরীও।