ঝাঁকে ঝাঁকে বিদেশী অতিথি ! শীতের শুরুতে উত্তর দিনাজপুরের চেনা ছবি…
Migratory Birds Uttar Dinajpur

The Truth Of Bengal: শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে আসে বিদেশি অতিথিরা। সংসার পেতে কয়েক মাস কাটিয়ে সঙ্গে সন্তান নিয়ে ফিরে যায় দেশে। প্রতিবছরের এটা চেনা ছবি। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ভেরভেড়ি পুকুরে প্রায় দশ হাজার পাখি এসে পৌঁছেছে। শীতের মুখে এই বিপুল সংখ্যক পরিযায়ী পাখি দেখতে ভিড় জমাচ্ছে মানুষ।
শীতের একটু আগে থেকেই ওদের আগমন শুরু হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে আসে বিদেশি অতিথিরা। রাজ্যের বিভিন্ন জলাশয় ও জঙ্গলে সংসার পেতে কয়েক মাস কাটিয়ে সঙ্গে সন্তান নিয়ে ফিরে যায় দেশে। এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে তার অনেক আগে থেকে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির ঝাঁক। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ভেরভেড়ি পুকুরে ইতিমধ্যে প্রায় প্রায় দশ হাজার পাখি এসে পৌঁছেছে। শীতের মুখে এই বিপুল সংখ্যক পরিযায়ী পাখি দেখতে প্রতিদিনওই ভিড় জমাচ্ছে মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত ২৫ বছর ধরে ইসলামপুর শহরের ভেরভেড়ি পুকুরে এই বিদেশি পাখি আসছে। এখন সারা বছর সেখান নানা প্রজাতির পাখি থাকলেও শীতের সময় ঝাকে ঝাকে আসে বিদেশি পাখি। কয়েক মাস এখানে কাটিয়ে সেইসব পাখি আবার গরমের শুরুতে ফিরে যায়। কোন দেশ থেকে আসে এই পাখি? এই প্রসঙ্গে বনদফতরের আধিকারিকরা তেমন কিছু বলতে পারেননি। পুকুরের মালিক ভগত মণ্ডল জানিয়েছেন, সবে পাখি আসা শুরু হয়েছে। যতই শীত বাড়বে এই পাখির সংখ্যা ততই বাড়বে।
এখন সবে শীতের শুরু। শীত বাড়লে পরিযায়ী পাখির সংখ্যা বাড়বে। বালিহাস প্রজাতির পাখি ছাড়াও আসে নানা বিরল প্রজাতির পাখি। এই পাখি দেখতে শুধু ইসলামপুর শহরের বাসিন্দারা নন, ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষও। তবে কেউ সেই পাখিদের কোনও ভাবে উত্ত্যক্ত করেন না। তাই নির্ভয়ে এই পুকুরে বাসা বেঁধেছে বিদেশি পাখির দল।
Free Access