মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার উদ্যোগে শালবনিতে বর্ষাকালীন যোগাযোগের উন্নয়ন
Midnapore MP June Mallya takes initiative to improve communication during monsoon in Shalbani

Truth Of Bengal: শালবনির বাসিন্দাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে — বর্ষার সময় ঘন জলের কারণে যোগাযোগের বড় সমস্যা সৃষ্টিকারী পারাং নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এই সেতুর কাজের শিলান্যাস করেছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, যিনি লোকসভা নির্বাচনের সময় এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্ষার মরসুমে রাস্তা মাটি ও কাদা দ্বারা ভরিয়ে পড়ে, ফলে এলাকার বাসিন্দারা বিশেষত ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে হিমশিম খেতেন। এমনকি সাধারণ মানুষও দৈনন্দিন কাজকর্মে বিশাল দূরপথে বিকল্প রাস্তা ঘুরে যেতে বাধ্য হত, যা কমপক্ষে ২০ কিলোমিটার বেশি হত।
শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের যুগডিহা এবং গড়মাল অঞ্চলের গোয়ালডিহির মাঝে পারাং নদীর খালের ওপর নির্মিত হবে এই নতুন কজওয়ে সেতু। এই সেতু চালু হলে দুটি অঞ্চলের দূরত্ব অনেকাংশে কমে আসবে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনে বিশাল পরিবর্তন আনবে। বিশেষ করে, স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য সেতুটি যেন এক আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
সেতুর শিলান্যাসের খবর পাওয়ার পর থেকে জঙ্গলমহলের এই এলাকার মানুষদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দীর্ঘদিন ধরে যাঁরা যোগাযোগের অভাবে নানা সমস্যায় ভুগছিলেন, তাঁদের কাছে এটি যেন একটি স্বপ্নের বাস্তবায়ন। সাংসদ জুন মালিয়ার এই উদ্যোগ এলাকার মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এর ফলে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, সাধারণ জনজীবনেও উন্নয়নের নতুন পথ খুলে যাবে।
সার্বিকভাবে, বর্ষাকালীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও এলাকার উন্নতির লক্ষ্যে এই সেতু নির্মাণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শালবনির মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে, যা তাঁদের জীবনযাত্রাকে আরও সহজতর ও সুরক্ষিত করবে।