কলকাতারাজ্যের খবর
Micro Observers Show Cause Notice: অনেক মাইক্রো অবজারভারদের শোকজ কমিশনের
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভার হিসাবে। অনেকেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি।
জয় চক্রবর্তী: শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এসআইআর – এর শুনানি পর্ব। এর মধ্যেই মাইক্রো অবজারভার দের অনেকেই শোকজ নোটিশ পেলেন নির্বাচন কমিশন থেকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভার হিসাবে। অনেকেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। তাদেরকেই মূলত শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
কাজে অবশ্যই যোগ দিতে হবে। শোকজ নোটিশের সঠিক জবাব না দিলে আইনগত ব্যবস্থা। জানিয়ে দিবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মাইক্রো অবজারভাররা পৌঁছে গিয়েছেন। বিএলও অ্যাপে সমস্ত তথ্য আপলোড করতে হবে। প্রাথমিক ক্ষেত্রে আনম্যাপড ভোটারের শুনানি হবে।






