রাজ্যের খবর

নির্বাচনের আবহে চড়ছে পারদ, মুর্শিদাবাদের রেজিনগরে আবারো বোমা উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

Mercury is rising in election atmosphere, bomb recovered in Rezinagar of Murshidabad, residents panic

The Truth Of Bengal : ফের বোমা উদ্ধার রেজিনগরে। লোকসভা নির্বাচন চলাকালীন এহেন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

সুত্রের খবর, গত সপ্তাহে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ায় বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেই এলাকায় ফের গত রাতে রেজিনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় কেউ বা কারা বোমা এলাকায় বোমা মজুত করছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে। এরপর বোমাগুলি ডিসপোজাল করার জন‍্য বোমষ্কডকে খবর দেওয়া হয়। বোমাগুলিকে সিভিক ভলেন্টিয়া পাহারা দিচ্ছে। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত রেখেছিল তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।

Related Articles