কালাজাদু! মূক-বধির যুবকের শরীরে অসংখ্য সুচ, রহস্যভেদে স্বাস্থ্য দফতর
ঘটনাটি মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ এর মধ্যপাড়া এলাকার। যুবকের নাম হায়দার আলি। জানা গিয়েছে যুবকটি মূক ও বধির।
Truth Of Bengal: কালাজাদু! একেবারে অবিশ্বাস্য ঘটনায় আতঙ্কিত এক যুবকের পরিবার। যুবকের দেহে অসংখ্য রহস্যজনক সুচ, দাবি পরিবারের (Medical Mystery)। এই ঘটনায় রীতিমত শিউড়ে উঠছে পরিবার সহ এলাকার মানুষ। কিন্তু এগুলো আসলে কী? কোথা থেকে কীভাবেই বা এল শরীরে? সত্যিই কি কালাজাদু?
[আরও পড়ুন: Hindu Scriptures: শ্রুতি ও স্মৃতিশাস্ত্র কী?]
ঘটনাটি মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ এর মধ্যপাড়া এলাকার। যুবকের নাম হায়দার আলি। জানা গিয়েছে যুবকটি মূক ও বধির। ঘটনার কথা জানতে পেরে তৎপর জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, তারা যুবকের কাছে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখবে, তারপর কিছু বলতে পারবে। এই ঘটনায় বিজ্ঞান মঞ্চের এক সদস্য বলেন, “কালা জাদু বলে কিছু হয় না (Medical Mystery), আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।”
যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য, “কয়েক মাস আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট ৩৭টি সুচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল। সেই সুচ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন।”
[আরও পড়ুন: আপাতত এফআইআর দায়ের নয়, ৪ আধিকারিককে সাসপেন্ড নবান্নের]
নাসিমা খাতুন এই বিষয়ে আরও জানান, “এখনও পর্যন্ত বাড়ির ঘটিবটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি। আর সম্ভব হচ্ছে না। পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কীভাবে স্বামীর শরীরে সুচ তৈরি হচ্ছে জানি না (Medical Mystery)। আমাদের মনে হচ্ছে কালাজাদু করেই স্বামীকে কেউ সুচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনও উপায় নেই।”






