Matua community: ঠাকুরনগরে আমরণ অনশনে চরম উত্তেজনা! নাগরিকত্বের দাবিতে অসুস্থ ৩ মতুয়া
মতুয়াদের মূল দাবি— SIR আইন অনুযায়ী দেশে স্থায়ীভাবে বসবাসকারী সকল উদ্বাস্তু মতুয়াদের নিঃশর্তভাবে ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে হবে।
আত্মজিত চক্রবর্তী, ঠাকুরনগর: ঠাকুরবাড়িতে মতুয়াদের নাগরিকত্বের দাবিতে চলা আমরণ অনশনে চাঞ্চল্য। গত ৫ই নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া মহাসংঘের ডাকে শুরু হয়েছে এই আমরণ অনশন। মতুয়াদের মূল দাবি— SIR আইন অনুযায়ী দেশে স্থায়ীভাবে বসবাসকারী সকল উদ্বাস্তু মতুয়াদের নিঃশর্তভাবে ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে হবে।
৮ই নভেম্বর ভোরবেলায় হঠাৎ দেখা যায়, তিনজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও, অনশনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তাঁদের বক্তব্য, “মরতে হলে অনশন মঞ্চেই মরব, কিন্তু হাসপাতালে যাব না।”
শেষ পর্যন্ত ডাক্তারদের এনে অনশন মঞ্চেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। অসুস্থদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। অনশনস্থলে মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।






