সিকিমের সিংথামে ভয়াবহ ভূমিধস, ক্ষতিগ্রস্ত তিস্তার জলবিদ্যুৎ কেন্দ্র
Massive landslide in Singhtham, Sikkim

Truth Of Bengal : আবারও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সিকিম। টানা বৃষ্টিতে ধসে বিধ্বস্ত সিকিম। প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না এই রাজ্যের। মঙ্গলবার নতুন করে সিকিমের সিংথামের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের উপর ধস নামে। যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। জানা গিয়েছে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড়ে যার কারণে নতুন করে দিন ধস নামে। এই ধসের কারণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
সিকিমের সিংথামে ভয়াবহ ভূমিধস pic.twitter.com/O8OwgRdzpo
— TOB DIGITAL (@DigitalTob) August 20, 2024
তবে এখনো পর্যন্ত এই ধসের কারণে হতাহতের খবর নেই। ধসের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে শুরু হয়েছে ধস সরানোর কাজ। সিকিম প্রশাসন সূত্রে খবর টানা বৃষ্টির কারণে ধসের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হাতায়াতের খবর নেই। ধস সড়ানোর কাজ শুরু করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অপরদিকে ভূমিবিজ্ঞানীরা মনে করছেন এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।