রাজ্যের খবর

শহিদ জওয়ানের স্ত্রীকে সরকারি চাকরি, প্রশাসনিক সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Martyred soldier's wife gets government job, CM announces in administrative meeting

Truth Of Bengal: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি এলাকায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

জেলার জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস উপলক্ষে ওই সভায় মুখ্যমন্ত্রী প্রথমেই শহিদের পরিবারকে মঞ্চে আমন্ত্রণ জানান। তেহট্টের বাসিন্দা শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রী শাহানাজ শেখ দুই সন্তানকে নিয়ে আসা হয় মঞ্চে। চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, শহিদের পরিবারের পাশে সর্বতোভাবে থাকবে রাজ্য সরকার।

এদিনের সভা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কাশিমনগরের ওয়াকফ সংক্রান্ত অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজন সদস্যকেও সরকারি চাকরি দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে পরিবারটিকে আর্থিক সাহায্যও প্রদান করা হয়েছে। এই প্রশাসনিক সভা থেকেই মুখ্যমন্ত্রী জেলার আরও একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা উদ্বোধন করেন।

Related Articles