রাজ্যের খবর

শিলিগুড়ি থানায় পুলিশের উদ্যোগে মোবাইল ফেরত পেলেন বহু মানুষ

Many people got their mobile phones back at the Siliguri police station thanks to the police initiative.

Truth Of Bengal: শিলিগুড়িতে আবারও প্রমাণ হল পুলিশের মানবিক মুখ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত শিলিগুড়ি থানার পুলিশ হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোট ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল। ঘটনাটি শুধু পুলিশের তৎপরতার উদাহরণ নয়, বরং জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্কের দৃঢ়তাকেও প্রমাণ করে।

এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলিগুড়ি থানার প্রাঙ্গণে। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিসিপি রবিন থাপা, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস এবং থানার অন্যান্য পুলিশকর্মীরা। সকলের সামনে মোবাইলগুলি একে একে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে শিলিগুড়ি এলাকায় মোবাইল ফোন হারানোর এবং চুরি যাওয়ার একাধিক লিখিত অভিযোগ থানায় জমা পড়ে। প্রতিটি ঘটনার তদন্তে মনোযোগ দেয় পুলিশ। প্রযুক্তির সাহায্যে, যেমন IMEI ট্র্যাকিং ও মোবাইল নেটওয়ার্ক বিশ্লেষণ, ব্যবহার করে ফোনগুলিকে শনাক্ত করা হয়। সেই চেষ্টার ফলেই এই ৪৪টি মোবাইল উদ্ধার সম্ভব হয়।

মোবাইল ফেরত পেয়ে খুশি সাধারণ মানুষ। কেউ বলেছেন, “ভাবতেই পারিনি ফোনটা ফিরে পাব”, আবার কেউ আবেগঘনভাবে বলেন, “এটা শুধু ফোন নয়, এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে ছিল।” প্রত্যেকেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

এই ঘটনা প্রমাণ করে, সঠিক পদ্ধতিতে পুলিশে অভিযোগ জানালে এবং পুলিশ তৎপর হলে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মূল্যবান বস্তু ফেরত পাওয়াও সম্ভব। এটি পুলিশ-জনসাধারণের মধ্যে আস্থার সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা করা যায়।

Related Articles