রাজ্যের খবর

বর্ষার মাঝে মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে, পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার ফলে রোগের আশঙ্কা বেড়েছে

Many fear that the disease has increased in Murshidabad as migrant workers return

The Truth of Bengal: বর্ষার মাঝে মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে। এখন কামড় বসাচ্ছে,ডেঙ্গি-ম্যালেরিয়া। পরিযায়ী শ্রমিকরা ফিরে আসতেই মুর্শিদাবাদে রোগ বেড়েছে বলে অনেকের আশঙ্কা। স্বাস্থ্য দফতরের কর্তারা বলছেন,তাঁরা উদ্বিগ্ন বিষয়টি নিয়ে। রোগের দাপট কমানোর চেষ্টা চলছে বলেও  আশ্বস্ত করেছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

বর্ষার বৃষ্টি বাড়তেই থাবা গেড়েছে রোগ। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাখতে রা জ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। রোগের দাপট কমাতে কলকাতার মতোই জেলায় জেলায় মশা বংশবিস্তার রোধের চেষ্টা চলছে। মশা নিধন আর রোগের প্রকোপ কমানোর দ্বিমুখী কৌশলের মাঝে মুর্শিদাবাদে পরিষায়ী শ্রমিকরা আগমণ জ্বলন্ত সমস্যা তৈরি করেছে।যারজন্য জুলাই মাস পর্যন্ত জেলায়  ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫০ জন, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। মুর্শিদাবাদে বরাবরই ম্যালেরিয়াকে পিছনে ফেলে দেয় ডেঙ্গি। কিন্তু এবারে সেখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিকে পিছনে ফেলে দিয়েছে ম্যালেরিয়া। কারন হিসেবে ভিন রাজ্য থেকে বাড়ি  ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন, স্বাস্থ্য কর্তারা।ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো রাজ্য মুর্শিদাবাদে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশিই  দেখা যাচ্ছে। মূলত উড়িষ্যার মালকানগিরি এলাকায় ম্যালেরিয়ার প্রভাব বেশি থাকে বরাবরই।

মুর্শিদাবাদের শমসেরগঞ্জ, রেজিনগর, বেলডাঙা, সুতি সহ জেলার বিভিন্ন এলাকার লোকজন পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে আক্রান্ত হন। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন, মশাবাহিত ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।রোগের প্রার্দুভাব যাতে কমে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করছে। ডেঙ্গি ও ম্যালেরিয়া-সহ পতঙ্গবাহিত অন্য রোগ নিয়ন্ত্রণে সম্প্রতি জেলায় উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন স্বাস্থ্য কর্তারা।এবার রোগ বাগে আনার জন্য কোমর বেঁধে নেমেছে প্রশাসন। আশা করা হচ্ছে রোগের প্রকোপ কমবে।

Related Articles