রাজ্যের খবর

সোচ্চার মনোজ তিওয়ারি, ‘প্রসূনদা দুঃখ পেয়েছি’ সোশ্যাল মিডিয়ায় বার্তা

Manoj Tiwari message on social media

The Truth of Bengal: হাওড়া লোকসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। বিধায়ক সোশ্যাল মিডিয়ায় সাংসদদের ভূমিকা ও আচরণ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একটি ভিডিও বার্তায় শিবপুরে তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন “প্রসূনদা আমরা দুঃখ পেয়েছি। আমাদের মন খারাপ হয়েছে।” একথা উল্লেখ করেছেন, তাঁকে জেতাতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃণমূল কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। একবারের জন্য অভিনন্দন জানাননি।

‘যারা আপনার বিরোধিতা করেন, যারা আমার বিরোধিতা করে, যারা আপনার প্রার্থী পদ নিয়ে বিরোধিতা করেছিল তাদের সঙ্গে আপনার ছবি দেখা যাচ্ছে। অথচ যে কর্মী সমর্থকরা আপনাকে জেতানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন তাদের কথা ভুলে গেলেন আপনি’। শিবপুরে তৃণমূল বিধায়ক সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী সমর্থকদের হয়ে দলের নবনির্বাচিত সাংসদ এর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন।

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে বিভিন্ন মহলে বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে। নির্বাচিত হওয়ার পর তাঁকে আর এলাকায় দেখা যায় না এমন অভিযোগ বারে বারে উঠেছে। তারপরও তাঁকেই হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস।  দলের অনুগত সৈনিক হয়ে এলাকার নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা তাঁকে জেতাতে সর্বতোভাবে চেষ্টা করেছেন। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফল ঘোষণার পর বেশ কয়েকদিন কেটে গেলেও যারা তার জন্য লড়াই করেছিলেন একবারের জন্যও অভিনন্দন জানালেন না বলে ক্ষোভ উগরে দিয়েছেন  শিবপুরের বিধায়ক। তার এই আচরণে দলের কর্মী সমর্থকরা দুঃখ পেয়েছেন বলে মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি।

Related Articles