মাছ ধরতে গিয়ে হারালেন প্রাণ, গঙ্গা থেকে উদ্ধার দেহ
Man loses life while fishing, body recovered from Ganga

Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত মহিষমর্দিনী ঘাট সংলগ্ন এলাকায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। মাছ ধরতে গিয়ে গঙ্গার জলে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম সন্ন্যাসী মাঝি, বয়স ৬০। তিনি নদীয়া জেলার শান্তিপুরের হরিপুর অঞ্চলের লিচুতলা মাঝিপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তিনি প্রতিদিনের মতোই নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল তার নাবালক নাতি সম্রাট মাঝি। মাছ ধরার মাঝপথে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন সন্ন্যাসী মাঝি, এবং কিছু বুঝে ওঠার আগেই নৌকা থেকে গঙ্গার জলে পড়ে যান।
দাদুকে গঙ্গায় পড়ে যেতে দেখে ঘাবড়ে যায় ছোট্ট সম্রাট। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে সাহায্য চায়। তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের মানুষজন। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। শুরু হয় জোরদার তল্লাশি।
প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও সন্ন্যাসী মাঝিকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে, ঘটনাস্থলের কিছুটা দূর থেকে গঙ্গার জলে ভেসে ওঠে তার মৃতদেহ। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে ও স্থানীয় মাঝিপাড়ায়।