পরকীয়া সম্পর্কের জেরেই খুন স্ত্রী ! পুলিশের হাতে গ্রেফতার স্বামী
Man kills his wife over an affair! Husband arrested by police

Truth Of Bengal: পরকীয়া সম্পর্কের জেরে স্বামী- স্ত্রীর মধ্যে প্রতিদিন অশান্তি লেগে থাকত। আর এই অশান্তির জেরে খুন হল গৃহবধূ । ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। এমনই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে।
জানা গিয়েছে, নিহত ওই মহিলা ৩০ বছরের মনঞ্জরিনা। তিনি মালদার কালিয়াচকের নওদা যদুপুর কাশিমনগরের বাসিন্দা। পনেরো বছর আগে মনঞ্জরিনা বিয়ে হয়েছিল মালদার কালিয়াচক কালিকাপুর কবিরাজ পাড়ায়। তবে পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় দাম্পত্য কলহ তীব্র হয়ে ওঠে।
এই ঘটনার জেরেই ঈদের দিনই রাতে ঘটে চরম বিপর্যয়। স্বামীর হাতে নির্মম পরিণতি ঘটে মনঞ্জরিনার। পরিবারের দাবি, প্রথমে তাকে বেধরক মারধর করে। তারপর হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। নিহতের ১২ বছরের এক কন্যা সন্তান আফ্রিদা এবং ১৪ মাসের যমজ পুত্র আফতাব ও আরব রয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে স্বামীসহ পরিবারের একজনকে গ্রেপ্তার করেছে। মনঞ্জরিনার মরদেহ মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর তার নিজ গ্রাম কাশিমনগরে আনা হয়।নিহত গৃহবধূর বাবা শালেক শেখ এ ঘটনার কঠোর শাস্তির দাবি করেছেন।