৪ বছরের শিশুকন্যাকে হত্যা করার অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত
Man charged with murder of 4-year-old daughter

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে,পরবর্তীতে জলঙ্গি ব্রিজ থেকে নদীতে ফেলে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য এলাকায়, আটক অভিযুক্ত বাবা। পুলিশ সূত্রে খবর নদিয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া দু’নম্বর পঞ্চায়েতের মায়াকুল এলাকার বাসিন্দা বুদ্ধ দেব ঘোষ ওরফে,বুদু ঘোষ তার নিজের মেয়েকে হত্যা করেছে এই অভিযোগে আটক করা হয়েছে তাকে।
এলাকাবাসী সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রী হঠাতই বাপের বাড়ি চলে গেলে সন্ধ্যেই এসে নিজের মেয়েকে জিজ্ঞেস করে মা কোথায়, যখন বাচ্চা মেয়েটি জানায় তার মা মামার বাড়ি গেছে তার পরেই মেয়েকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে প্রথমে রাস্তায় আছাড় মারে, পরবর্তীতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়।
ধুবুলিয়া থানায় খবর দিলে ধুবুলিয়া থানার পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার মেয়েকে সে এইভাবে নির্মমভাবে মেরে ফেলেছে। এরপরই ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদী থেকে ফুটফুটে চার বছর শিশু কন্যার নিথর দেহ উদ্ধার করে। অন্যদিকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শিশু কন্যার নিথর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে, অন্যদিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।